পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪শে মার্চ) উপজেলার সদর ইউনিয়নের স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, যুবদলের সাবেক সভাপতি জাফর আলী মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন সহ প্রমুখ।
বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া এর সঞ্চালনায় পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ লুৎফর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ রোকনুজ্জামান।