ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রক্তরাঙা কৃষ্ণচূড়া Logo রাজবাড়ীতে ২০হাজার মুসল্লীর অংশগ্রহণে শোক মিছিল অনুষ্ঠিত Logo ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা সেবা পেয়ে সন্তোষ জনগণ Logo ঈদের ছুটিতেও সেবা মিলেছে রাজবাড়ীর পরিবার কল্যাণ কেন্দ্রে, খুশি প্রসূতিরা Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo বালিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত Logo বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত Logo রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ Logo রাজবাড়ীতে আল-খায়ের ফাউন্ডেশন’র উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান Logo দূর্ণীতি মুক্ত খানখানাপুর ইউনিয়ন পরিষদ উপহার দেবার চেষ্টা করছি——– চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন

রাজবাড়ীতে জামিন নামঞ্জুর; গোয়ালন্দ পৌর মেয়র কারাগারে

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় ০৭:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো: নজরুল ইসলাম মণ্ডলের (৫০) এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০শে এপ্রিল) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিনের আবেদন করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নজরুল ইসলাম মণ্ডল গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে রাজাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় গত বছরের ১০শে ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো: শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নজরুল ইসলাম মণ্ডল এজাহারনামীয় দুই নম্বর আসামি। এছাড়াও তিনি রাজবাড়ী সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি ছিলেন।

রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মণ্ডল উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি নজরুল ইসলাম মণ্ডল। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ট্যাগস :

রক্তরাঙা কৃষ্ণচূড়া

রাজবাড়ীতে জামিন নামঞ্জুর; গোয়ালন্দ পৌর মেয়র কারাগারে

আপডেট সময় ০৭:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো: নজরুল ইসলাম মণ্ডলের (৫০) এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০শে এপ্রিল) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিনের আবেদন করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নজরুল ইসলাম মণ্ডল গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে রাজাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় গত বছরের ১০শে ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো: শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নজরুল ইসলাম মণ্ডল এজাহারনামীয় দুই নম্বর আসামি। এছাড়াও তিনি রাজবাড়ী সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি ছিলেন।

রাজবাড়ী কোট পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মণ্ডল উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি নজরুল ইসলাম মণ্ডল। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।