ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সরকারি কলেজ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী) ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ হারুন।
হারুন অর রশিদ হারুন বলেন, “ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল হক পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, মাহফুজুল কবির জুয়েল, বাচ্চু মণ্ডল, মিরাজুল ইসলাম মিরাজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।