বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ই আগস্ট) মাগরিবের নামাজের পর জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মদল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের ২নং রেলগেট সংলগ্ন ইয়াছিন স্কুল মার্কেটের ২য় তলায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মদল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার আহবায়ক এমএম এনামুল হক (অনু)।
এসময় রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম সরদার, সদর উপজেলা শাখার আহবায়ক মো: মাজেদ শেখ, সদস্য সচিব ডা: হিরা, পৌর কমিটির আহবায়ক মো: আবু শহীদ, সদস্য আশিক শেখ সহ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বেড়াডাঙ্গা তালতলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো: নাজমুল হাসান।
আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা শাখার আহবায়ক এমএম এনামুল হক (অনু) বলেন, “বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আজও চলমান। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে জাতির কল্যাণে আরও ভূমিকা রাখতে পারেন—এই আমাদের সকলের প্রার্থনা।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম মৃধার বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে। আমরা তাঁর সুস্থতা কামনা করি এবং এই দুর্দিনে তিনি যেন অচিরেই স্বাভাবিক জীবনে ফিরে আসেন, এই আমাদের প্রত্যাশা।”