রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতে বালিয়াকান্দি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দীঘির পাড়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত নেতাকর্মীরা শহীদ সাগর স্মৃতিচত্ত্বর (ওয়াবদা মোড়) থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা করে। র্যালিটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সভায় বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুজ্জামান লিটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রনিউজ্জামান বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. উজ্জ্বল মণ্ডল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিরুল মাহমুদ, মুক্তার হোসেন, অপু ভূঁইয়া, এস এম বাবু, আলিম হোসেন, জোয়াদ্দার হোসেন, রতন মণ্ডল, লিটন শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শভিত্তিক ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দেশের যে কোনো দুর্যোগে এই সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে এসেছে।”
তারা আরও বলেন, “বর্তমানে একটি কর্মী-বিহীন দল ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একযোগে কাজ করতে হবে।”
বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস, বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন এবং স্বেচ্ছাসেবক দলকে জনকল্যাণমুখী কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে বালিয়াকান্দির রাজনীতিতে স্বেচ্ছাসেবক দলের সক্রিয়তা ও ঐক্য নতুন মাত্রা পায়।