রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ই জুন, রবিবার বিকালে শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এড: লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এড কামরুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক ১নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম মিয়া, পৌর সভাপতি তোফাজ্জল মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল উপস্থিত ছিলেন।
এসময় পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মাহবুব দুলাল চৌধুরী, জেলা যুব দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, সাবেক যুব দলে সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লাল, জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো: রাসেল শেখ, আতিকুর শিকদার আতিক, আবুল কালাম আজাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাও: এজাজ আহম্মেদ। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।