রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলি নাহার, সাধারণ সম্পাদক রেখা দাস, সহ-সভাপতি এড.দেবাহতি চক্রবর্তী, এড.নাজমা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় মাধ্যমে আমরা বিশ্বাস করি, আশা করি সার্বজনীন দুর্গোৎসবে আমরা সকল সম্প্রদায় এক সঙ্গে সব ধর্মের মানুষ সম্মিলিত ভাবে অংশগ্রহণ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নানা ভাবে বঞ্চনার শিকার হচ্ছে। সাম্প্রদায়িকতার বৈষম্য দূর করে একটি মানবিকতাপূর্ণ সমাজ গঠনে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্যবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।