আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) শহীদ হন।
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম (রা.) এর শাহাদাত বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ই জুলাই) সকাল ১০ টার কিছুক্ষণ পর রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে শহরের খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ (বড় মসজিদ) থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে আঞ্জুমান-ই-কাদেরীয়ার কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ঢাকা আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি মাহবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়াসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ২০ হাজারের বেশি ভক্ত মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বড় মসজিদে হযরত ইমাম হোসাইন (রা.) সহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাসে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেতার কামানায় করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী আঞ্জুমান ই কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ২০ হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দিবসটি ঘিরে দিনব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, পবিত্র আশুরা উপলক্ষ্যে জেলা সদরে শান্তিপূর্ণ ভাবে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, ট্রাফিক পুলিশ সহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছেন।
এছাড়া একই সময়ে আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত জেলার দৌলতদিয়া খানকা শরীফ থেকেও একটি শোক মিছিল বের করা হয়।