রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে আরাফাত রহমান কোকোর যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা স্টোডিয়াম এ বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। এ প্রীতি ফুটবল ম্যাচে বালিয়াকান্দি স্পোর্টিং ক্লাব ও মধুখালী স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন।
প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও বালিয়াকান্দি স্পোর্টস একাডেমী সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলু।
এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মো: পাপ্পু শেখ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ শেখ, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: আকরাম, সাংগঠনিক সম্পাদক মো: লিমন, ছাত্রনেতা রক্তিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাসুকুর রহমান ছোটন।
প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত শত শত দর্শকবৃন্দরা।