খেলাধুলাই শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। আমাদের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই যুব সমাজকে খেলাধুলায় যুক্ত করার তাগিদ দিলেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাজিব মোল্লা (বাবু)। তিনি বলেছেন, একমাত্র খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব।
শুক্রবার (১০ই জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় উদ্ধোধন অনুষ্ঠানে একথা বলেন ইউপি চেয়ারম্যান।
‘মাদককে না বলি, মাঠে এসে ক্রিকেট-ফুটবল খেলি শরীর সুস্থ রাখি’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখেই এ খেলার টুর্নামেন্ট উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু।
ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা আরো বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আশা করছি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে। আজকের যুব সমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে মাটিপাড়া তরুণ ক্লাবের কোচ দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো: শহিদুল ইসলাম সোহাগ ও মো: হাবিব শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় দেড় মাসব্যাপী চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মাটিপাড়া তরুণ ক্লাব ও আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাব খেলায় মাঠে নামে।
মো: আমজাদ হোসেন জিহাদীর ধারাভাষ্যে খেলায় টসে হেরে প্রথমে ব্যাটিং এ নেমে আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাব ১৪ ওভারে ১৫২ রান করেন। পরে মাটিপাড়া তরুণ ক্লাব ১৫৩ রানের টার্গেট নিয়ে ১৩ ওভারে ৬টি উইকেট ১৫৬ রান সংগ্রহ করে। আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাবকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মাটিপাড়া তরুণ ক্লাব। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো: আল আমিন ও মো: মিজান শেখ।