তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৪ এর তিনদিন ব্যাপী খেলার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৭শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এ খেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য সহ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান সহ উপজেলা পার্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৫টি উপজেলা থেকে বালক ও বালিকা দুইটি গ্রুপে মোট ১০টি টিম অংশগ্রহণ করে। প্রতিটি টিম গুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। যারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবে তারাই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আগামী ২৯শে জানুয়ারী ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ টুর্নামেন্ট সমাপ্ত হবে।