রাজবাড়ী সরকারি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযোগ্য মর্যাদায় শহীদ স্মৃতি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে রাজবাড়ী লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন কালে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) মোস্তফা কামাল, সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরপর রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষক পরিষদের রুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনেয়ারা খাতুন।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের শুধু এক দিনের স্মরণ নয়, প্রয়োজন সারাক্ষণ আত্মদানকারী শহীদদের কাছ থেকে সাহসী হওয়ার প্রেরণা নেওয়া। তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন আমরা তাঁদের স্বপ্নের দেশ গড়ে তুলতে পারব।
আয়োজিত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষকগণ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।