মহান বিজয় দিবসে রাজবাড়ী শহরের ডা: আবুল হোসেন কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ মাঠে এ প্রীতি ম্যাচে কলেজ ফুটবল টিম ও কলেজ স্কাউট টিম অংশ গ্রহণ করে।
খেলায় ট্রাইব্রেকারে কলেজ ফুটবল টিম(৪-২) গোলে স্কাউট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ান টিম ও রানার আপ টিমের হাতে ট্রফি তুলে দেন ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।
এসময় কলেজের সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) নুরুল ইসলাম মিয়া, সহকারী অধ্যাপক (ভূগোল) মো: সাহেব আলি বিশ্বাস, সহকারী অধ্যাপক(ব্যবস্থাপনা) মো: সেলিম মিয়া, সহকারী অধ্যাপক( অর্থনীতি) মো: কাওসার হামিদ, সহকারী অধ্যাপক খন্দকার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে কলেজের জৈষ্ঠ প্রভাষক (ইংরেজি) হাবিবুর রহমান সরদার, জৈষ্ঠ প্রভাষক (রসায়ন) শাহজাহান খান, জৈষ্ঠ প্রভাষক(গণিত) সরোওয়ার্দী মোল্লা, প্রভাষক (অর্থনীতি) ইয়াসমিন আক্তার প্রিয়া, প্রভাষক(দর্শন) শামীমা মুনমুন, প্রভাষক(ব্যবস্থাপনা) মো: আরিফুর রহমান, প্রভাষক (ব্যবস্থাপনা) মো: মাসুদ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।