রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে লোকমান চেয়ারম্যান পাড়া এলাকায় ৩২ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে ৯.৭৫ মিটার বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা জুলাই) বেলা ১২টায় এ বক্স কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা গেছে, দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া-দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ অভিমুখী রাস্তার নিচু অংশে এ বক্স কালভার্টের লে-আউট প্রদান করা হয়। কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতাউর এন্টার প্রাইজ।
উদ্বোধন অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ইউপি সচিব মোঃ মিন্টু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল বলেন, সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় এখানে বন্যার পানি থেকে রক্ষা পেতে খালের উপর একটি বক্স কালভার্টের নির্মান কাজ শুরু হলো। কালভার্টের কাজ শেষে হলে অত্র এলাকার মানুষ অনেক উপকৃত হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সকল ক্ষেত্রে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় আজ দৌলতদিয়া ইউনিয়নের লোকমান চেয়ারম্যান পাড়া এলাকা অভিমুখে বন্যার পানি থেকে রক্ষা পেতে খালের উপর একটি বক্স কালভার্টের লে-আউট এবং কাজের উদ্বোধন করা হলো।