টানা বৃষ্টিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মোঃ মারুফ হোসেন(১৬) কিশোর ও মহাদেবপুর উপজেলার মোঃ আনোয়ার হোসেন(৩৭) কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ই জুলাই) বিকেল ৫টার দিকে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মাঠে ধানের জমি প্রস্তুতকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত মারুফ হোসেন শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মোঃ হারুনের ছেলে।
জানা গেছে, মারুফ তার বাবার সাথে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। বৃহস্পতিবার সকাল থেকেই তার বাবার সঙ্গে আমন ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তত করছিল। এ সময় আকাশে বৃষ্টি শুরু হয়। এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কিশোর মারুফের মৃত্যু হয়।
অপর দিকে একই দিন বিকালে মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামে জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষবাদকালে বাসিন্দা আনোয়ার হোসেন(৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়।
বজ্রপাতে পৃথক দুটি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ।